ঢাকা,শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪

মহেশখালী থেকে মালয়েশিয়াগামী ১২ রোহিঙ্গা নারী-পুরুষ আটক

মহেশখালী প্রতিনিধি ::  মহেশখালী থেকে সাগর পথে অবৈধ ভাবে মালয়েশিয়াগামী দুই শিশুসহ ১২ জন রোহিঙ্গা নারী পুরুষকে আটক করেছে মহেশখালী থানা পুলিশ। ১১ মে দিবাগত মধ্য রাতে  মহেশখালী উপজেলার পানিরছড়া গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করে। আটককৃতদের মধ্যে ৫ জন নারী, ৫ জন পুরুষ ও  ২টি শিশু রয়েছে।
আটককৃতরা আদম পাচারকারি চক্রের সহায়তায় রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে মহেশখালীর পানিরছড়া গ্রামের আশ্রয় নিয়েছিল।
মহেশখালী থানার ওসি প্রভাষ চন্দ্র ধর জানান,  ১১ মে গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে এস,আই পংকজ দাশ এর নেতৃত্বে  অভিযান চালিয়ে হোয়ানক ইউনিয়নের পানিরছড়া গ্রামের মৃত আব্দুল মজিদের পুত্র  কবির আহমেদ (৪৮) এর বাড়ী থেকে ১২ জন রোহিঙ্গা নাগরিককে উদ্ধার করা হয়। এঘটনায় বাড়ীর মালিক কবির আহমদকে গ্রেপ্তার করা হয়েছে।

মহেশখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) একেএম সফিকুল আলম চৌধুরী জানান, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে রোহিঙ্গাদের মালয়েশিয়ায় পাচারের উদ্দ্যেশ্যে পানিরছড়া গ্রামে এনে জমায়েত করছে মানব পাচারকারীরা।  এ ব্যাপারে পাচারকারিদের বিরুদ্ধে মামলা গ্রহণ করে উদ্ধারকৃত রোহিঙ্গাদের বিধি মোতাবেক ক্যাম্পে পাঠানোর ব্যবস্থা করা হবে বলে জানান পুলিশ।

পাঠকের মতামত: