ঢাকা,রোববার, ২৪ নভেম্বর ২০২৪

মহেশখালী থানা ক্যাসিয়ারের দৌরাত্বে সাধারন জনগন অতিষ্ট

ps moheskhaliমহেশখালী সংবাদদাতা : মহেশখালীর থানার ক্যাসিয়ার সাইফুলের দৌরাত্বে সাধারন জনগন অতিষ্ট হয়ে পড়েছে। ব্যবসায়ীরা জানান, থানায় শতশত ক্যাসিয়ার অতিবাহিত হলে ও বর্তমান ক্যাসিয়ারের মত এত উসশৃংখল হয়নি। বিভিন্ন ব্যবসায়িদের হুমকি দমকি দিয়ে টাকা আদায় করে থাকে তার দাবীকৃত টাকা দিতে অপারগতা প্রকাশ করলে অহেতুক হয়রানি করে। গাড়ীর চালক ফরিদুল আলম জানান, নিয়মিত আমাদের কাছ থেকে হুমকি দমকি দিয়ে টাকা আদায় করে। তার কথামত টাকা দিতে না পারলে টানা হেছড়া করে এবং নাজেহাল করে। ক্যাসিয়ার সাইফুলের উসশৃংঙ্খলতার জন্য মহেশখালী থানার সু-যোগ্য অফিসার ইনচার্জ বাবুল চন্দ্র বণিক থানার খাবারের ম্যাচের দায়িত্ব অপর একজন লোককে দিয়েছে। এ ব্যাপারে থানার ক্যাসিয়া সাইফুলের মোবাইলে বারংবার ফোন দেওয়ার পরে ও কল রিচিব না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

 ###################

কোমলমতি ছাত্রছাত্রীরা প্রতারনার শিকার,

মহেশখালীতে মাউস নামক সংস্থার মেধা বৃত্তি পরীক্ষার ৬ মাসে ও পুরস্কার বিতরন হয়নি

নিজস্ব প্রতিবেদক ঃ ২০ জুন ::::

মানব উন্নয়ন সংস্থা (মাউস) মহেশখালীতে মেধা বৃত্তি পরীক্ষা ৬মাস অতিবাহিত হলে ও পুরস্কার বিতরন করেনি মাউস কর্তৃপক্ষ। মহেশখালীর বিভিন্ন প্রতিষ্টান থেকে প্রায় ১৭০০শত কোমলমতি ছাত্রছাত্রী সংগ্রহ করে ২০১৫ সালের ডিসেম্বরে জনপ্রতি ১৫০শত টাকা করে ফিস নিয়ে পরীক্ষা নেন। ছয় মাস পার হলেও সেই পরীক্ষায় উর্ত্তিন ছাত্রছাত্রীদের পুরষ্কার বিতরণ হয়নি। ছাত্রছাত্রীদের অবিভাবকেরা জানান, মনে হচ্ছে মাউস নামক সংস্থা মেধা বৃত্তি পরীক্ষা নাম দিয়ে ১৭০০শত ছাত্রছাত্রীদের কাছ থেকে জনপ্রতি ১৫০শত করে নিয়ে মোটা অংকের টাকা খাতিয়ে নিয়েছে কেননা পরীক্ষায় উর্ত্তিন ছাত্রছাত্রীদের ৬ মাস পরে ও পুরস্কার বিতরন করেনি। বিভিন্ন প্রতিষ্টানের শিক্ষকেরা জানান, আমরা আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের বিভিন্ন সংস্থার পরীক্ষায় অংশ গ্রহন করেছে সেই পরীক্ষায় উর্ত্তিন ছাত্রছাত্রীদের সর্বোচ্চ ১মাস থেকে দেড় মাসের ভিতর পুরস্কার বিতরন করেছে কিন্তু মাউস নামক সংস্থার মতলব বুঝা যাচ্ছে কেননা ৬ মাস পার হওয়ার পরে ও উর্ত্তিন ছাত্রছাত্রীদের পুরস্কার বিতরন করেনি। মাউস নামক সংস্থার মেধা বৃত্তি পরীক্ষার ছাত্রছাত্রীদের কাছ থেকে টাকা উত্তোলন সহ নানান দায়িত্ব পালন করেছে একটি সংস্থার মাঠকর্মী মো.ইব্রাহিম ও কুতুবদিয়ায় দায়িত্ব পালন করেছে তার ছোট ভাই মো. হোসেন। আরো বিস্তারিত তথ্য সহ কাল কাল প্রকাশ করা হবে।

পাঠকের মতামত: