ঢাকা,বুধবার, ৮ জানুয়ারী ২০২৫

মহেশখালীতে পুলিশ-ডাকাত বন্দুকযুদ্ধ অস্ত্র ও গুলি উদ্ধার, গুলিবিদ্ধ ৩

মহেশখালী প্রতিনিধি  :
মহেশখালীতে পুলিশ-ডাকাত বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। এতে এক ডাকাত গুলিবিদ্ধসহ দুই পুলিশ সদস্য আহত হয়েছে। উদ্ধার করা হয়েছে অস্ত্র ও গুলি। গতকাল রাত সাড়ে ৮ টার দিকে মাতারবাড়ি সড়কে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
অভিযানের নেতৃত্বে থাকা কালামার ছড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই বোরহান উদ্দিন ঘটনাস্থল থেকে দৈনিক কক্সবাজারকে জানান মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পে এলাকায় একদল ডাকাত সক্রিয় রয়েছে। চালিয়াতলী-মাতারবাড়ি সড়কে ঐ ডাকাত দলটি নিয়মিত ভাবে মহড়া দিত বলে পুলিশের কাছে খবর ছিল। গতকাল রাত সাড়ে আটটার দিকে চিতাখোলার উত্তরে সড়কের একটি অংশে ব্যারিকেট দিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল একদল ডাকাত। এসময় খবর পেয়ে দ্রুত ঐ এলাকায় অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশকে চ্যালেঞ্জ করে গুলি ছুড়ে। এসময় পুলিশও পাল্টা গুলি চালায়। ঘটনাস্থলেরই পুলিশের দুই সদস্য আহত হয়। একপর্যায়ে পুলিশের সাথে ডাকাত দলের বন্দুকযুদ্ধ লেগে যায়। ঘটনাস্থলেই আলোচিত ডাকাত সর্দার কবির আহমদ(৩০) গুলিবিদ্ধ হয়। তার হাতে গুলি লাগে বলে পুলিশ জানায়। এসময় খবর পেয়ে মহেশখালী থানার ওসি বাবুল চন্দ্র বনিকের নেতৃত্বে পুলিশের আরো একটি ইউনিট ঐ এলাকায় পৌঁছে। এক পর্যায়ে পুলিশের অভিযানের মুখে অন্য ডাকাতরা পালিয়ে যেতে সক্ষম হলেও গুলিবিদ্ধ ডাকাত সর্দার কবিরকে পুলিশ মুর্মষু অবস্থায় গ্রেফতার করতে সক্ষম হয়। এসময় তার কাছ থেকে একটি লাইটার গান ও ২ রাউন্ড তাজা কর্তুজ উদ্ধার করা হয়। রাত সাড়ে ৯ টায় এরিপোর্ট লেখা পর্যন্ত ধৃত ডাকাতকে থানায় নিয়ে আসা হচ্ছে বলে পুলিশের অভিযানদল সূত্রে জানাগেছে। ডাকাত কবির আহমদ কালামার ছড়া উত্তর নলবিলা দরগাহ ঘোনা এলাকার জনৈক আব্দুল মোনাফের পুত্র।

পাঠকের মতামত: