ঢাকা,বুধবার, ১৩ নভেম্বর ২০২৪

মহেশখালীতে জোয়ারের পানি ঢুকে পড়েছে গ্রামে

মহেশখালী প্রতিনিধি ::::

প্রাকৃতিক ঘূনিঝড় রোয়ান এর প্রভাবে সাগর উত্তাল হয়ে জোয়ারের পানি উপকূলীয় দ্বীপ মহেশখালীর নি¤œ অঞ্চল প্লাবিত হচ্ছে। সকাল ৯টা থেকে জোয়ারের পানি উপজেলার কুতুবজুমের নয়া পাড়া, সোনাদিয়া, কাটাকালি, বড় দিয়া, পৌরসভার চরপাড়া, পশ্চিম চরপাড়া, হুনাইয়ার ছড়া, এলাকায় পানি প্রবেশ করে বিভিন্ন বাসাবাড়ি পুকুর রাস্তাঘাট ডুবে গেছে। এদিকে গতকাল থেকে বাতাসের প্রচন্ড ধমকা হাওয়া বয়ে যাচ্ছে।

কুুতুবজুমের নয়া পাড়ার দক্ষিনে মহেশখালীর রক্ষাকারী বেড়িবাধ ভেঙ্গে পানি লোকালয়ে প্রবেশ করছে। স্থানীয় চেয়ারম্যান মোশারাফ হোসেন খোকন ওই এলাকার লোকজনকে নিরাপদ আশ্রয় কেন্দ্রে নিয়ে যাচ্ছে। উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপ প্রকৌশলী মো: হানিফ মিয়া জোয়ারের পানি প্লাবিত এলাকায় লোকজনকে নিরাপদ স্থানে সরে যেতে সর্তক বার্তা দিয়ে মাইকিং করছে।

ছবির ক্যাপশন:

মহেশখালীর গোরকঘাটা এলাকা রোয়ানের প্রভাবে জোয়ারের পানিতে নিচু এলাকা প্লাবিত হয়েছে।

 

পাঠকের মতামত: