ঢাকা,শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫

মহেশখালীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

মহেশখালী প্রতিনিধি :: রাস্তা পারাপারের সময় বেপরোয়া কাভার্ড ভ্যানের ধাক্কায় কক্সবাজারের মহেশখালীতে মো. মুজিবুল হক (৭৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহত মো. মুজিবুল হক উপজেলার হোয়ানক ইউনিয়নের ছনখোলা পাড়া গ্রামের মৃত মৌলানা শফিকুর রহমানের পুত্র।

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে ছনখোলা পাড়া প্রধান সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের ছেলে মোস্তফা কামাল জানায়, সকালে চায়ের দোকান থেকে চা খেয়ে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির কাভার্ড ভ্যান তার বাবাকে ধাক্কা দেয়।

বিষয়টি নিশ্চিত করে মহেশখালী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মীর আবদুর রাজ্জাক বলেন, একটি কাভার্ড ভ্যানের ধাক্কায় এক বয়স্ক ব্যক্তি গুরুতর আহত হন । পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

পাঠকের মতামত: