সানি লিওনের যুগে বলিউডে নিজের অবস্থান হারিয়েছেন রাখি সাওয়ান্ত। যদিও নিজেকে সানি লিওনের চেয়েও বেশি আবেদনময়ী ভাবেন এ সাবেক বলিউড তারকা। সে আবেদন নিয়েই এবার তিনি আসছেন বাংলাদেশে। ফোক সম্রাজ্ঞী মমতাজের গানে আইটেম নাচবেন তিনি। অনন্য মামুনের নতুন চলচ্চিত্র ‘আমি তোমার হতে চাই’-এ ‘প্রেম একটা ডিজিটাল ধাক্কা’ শিরোনামের গানে নাচবেন রাখি সাওয়ান্ত। গানটির কথা লিখেছেন এবং সঙ্গীত পরিচালনা করেছেন শফিক তুহিন।
নির্মাতা মামুন জানান, সবকিছু ঠিক থাকলে আগামী ২০ জুন ঢাকা আসবেন রাখি সাওয়ান্ত। ইতিমধ্যে রাখি ছবিটির জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। রাখিকে যখন এ ছবির জন্য প্রস্তাব দেওয়া হয়, তখন তিনি বাংলাদেশের ছবির কথা শুনে বেশ আগ্রহী হয়ে ওঠেন।
লাইট টেকনোলজি প্রযোজিত ‘আমি তোমার হতে চাই’ ছবির প্রধান দুটি চরিত্রে অভিনয় করবেন বিদ্যা সিনহা মিম ও বাপ্পি। ছবির গল্প লিখেছেন দিলিয়ান বিপ্লব। সংলাপ তৈরি করেছেন অনন্য মামুন ও সোমশ্বর অলি। রোমান্টিকও পারিবারিক গল্পের এই ছবির শুটিং শুরু হবে আগামী ১৫ জুন থেকে ঢাকায়।
– বাংলামেইল
পাঠকের মতামত: