ঢাকা,বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪

মধ্যবর্তী নির্বাচনী কৌশলী সরকার

Sheikh-Hasina-Khaleda-Zia-400x266_1নিউজ ডেস্ক :::

বিএনপির জ্যেষ্ঠ নেতাদের মামলার ভয়, দ্বিতীয় ও তৃতীয় সারির নেতাদের বিভিন্ন প্রলোভনে দলটিকে চলমান আন্দোলন থেকে দূরে রাখার কৌশলে আগাচ্ছে সরকার। বিএনপির প্রথম সারির কয়েকজন নেতা এখনও জেলে রয়েছেন। মামলা ও স্বাস্থ্যগত কারণে কাবু হয়ে পড়েছেন। বিএনপির বড় একটি অংশকে নিষ্ক্রিয় রাখার কৌশল সরকারের। যাতে হাঁক ডাক দিলেও আন্দোলনে মাঠে নামতে না পারে।

বিএনপিকে নিষ্ক্রিয় রাখতে দলটির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে মামলার চাপে রাখার কৌশল নিয়েছে সরকার। একের পর এক মামলা দেয়া হচ্ছে। কোনো দাবি নিয়ে রাজপথে নামার প্রস্তুতি কিংবা সরকার বিরোধী আন্দোলন করতে না পারেন। মধ্যবর্তী নির্বাচনে সরকারের অবস্থানও এখন কৌশলী। বড় ধরনের কোন আন্দোলন কিংবা চাপ না থাকলে মধ্যবর্তী নির্বাচনে যাবে না সরকার। এরজন্য তারা বারবার বলেছে ২০১৯ সালে আগে দেশে কোন জাতীয় নির্বাচন হবে না।

বিএনপিকে নিষ্ক্রিয় রাখতে দলটির চেয়ারপার্সন খালেদা জিয়াকে মামলার চাপে রাখার কৌশল নিয়েছে সরকার।

পাঠকের মতামত: