ঢাকা,বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

মঙ্গলবার থেকে বৃহত্তর চট্টগ্রামে ৪৮ ঘন্টার পরিবহন ধর্মঘট

banderban-hortalচট্টগ্রাম প্রতিনিধি ::::

পুলিশি হয়রানি বন্ধসহ নয়টি দাবিতে বৃহত্তর চট্টগ্রামে মঙ্গলবার থেকে ৪৮ ঘণ্টার পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন। আহবানকারিরা জানান, ঢাকা এই ধর্মঘটের আওতামুক্ত থাকবে। এছাড়া চট্টগ্রাম মহানগরী, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি রুটে যান চলাচল বন্ধ থাকবে। গত শনিবার ধর্মঘট সফল করতে চট্টগ্রাম আঞ্চলিক শাখার সভা অনুষ্ঠিত হয়।

চট্টগ্রাম আঞ্চলিক শাখার সভাপতি মোহাম্মদ বলেন, আগামী ১৯ নভেম্বর থেকে ৪৮ ঘন্টার ধর্মঘট’র শুরু হবে। এখনো পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে ইতিবাচক কোন সাড়া না পাওয়ায় ধর্মঘট অব্যাহত রয়েছে।

তাদের অন‌্যান‌্য দাবির মধ্যে রয়েছে- বাস-ট্রাক-প্রাইম মুভার ও ট্রেইলারের জন্য টার্মিনাল নির্মাণ, অটোরিকশা ও অটোটেম্পুর জন্য পার্কিং স্পট, অনিবন্ধিত সিএনজি অটোরিকশার নিবন্ধন প্রদান ও মালিকের জমা ছয়শ টাকা নির্ধারণ, ভূয়া সংগঠনের নামে সন্ত্রাসী কায়দায় পরিবহন শ্রমিক সংগঠন দখলদারীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, বিআরটিএ ও যুগ্ম শ্রম পরিচালকের দপ্তরের ‘দুর্নীতি-হয়রানি-অব্যবস্থাপনা’ বন্ধ, পরিবহন শ্রমিকদের নিয়োগপত্র দিয়ে কল্যাণ তহবিলের টাকা পাওয়া নিশ্চিত করা।

পাঠকের মতামত: