অনলাইন ডেস্ক :: ভ্যাট ও আয়কর প্রশাসনের হয়রানি বন্ধ না হলে স্বর্ণের দোকান অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়ার হুশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জুয়েলার্স সমিতির চট্টগ্রাম শাখা।
রবিবার (৬ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটি এই হুশিয়ারি দেন।
এসময় সংগঠনটি দাবি করেন, করোনার সময় বেশির ভাগ জুয়েলারি ব্যবসায়ীরা দোকান বন্ধ রেখেছে। কেউ ব্যবসা করতে পারেনি। কিন্তু ভ্যাট ও আয়কর প্রশাসন বিভিন্ন সময় ভ্যাটের জন্য ব্যবসায়ীদের হয়রানি করছে। কিন্তু নিয়ম হল কোন ব্যবসায়ী ভ্যাট না দিলে তাকে দুবার নোটিশ প্রদান করতে হবে। কিন্তু সেটি না করে তারা ব্যবসায়ীদের হয়রানি করছে।
অবিলম্বে তা বন্ধ না হলে কঠোর কর্মসূচির ডাক দেওয়া হবে বলেও জানান তারা।
পাঠকের মতামত: