ঢাকা,বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫

ভোটের আগে সেনাবাহিনী ও বিজিবি মোতায়েন

অনলাইন ডেস্ক ::

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের দুই-তিন দিন আগে নির্বাচনী এলাকায় সেনাবাহিনী ও বিজিবি মোতায়েন করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ।

বৃহস্পতিবার সকালে নির্বাচন ভবনে সহকারী রিটার্নিং কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে এ তথ্য জানান তিনি।

তিনি বলেন, নির্বাচনের আগে প্রার্থীদের ব্যানার-পোস্টার সরানোর জন্য বলা হলেও অনেক জায়গায় এখনো সেগুলো রয়ে গেছে। ব্যানার-পোস্টারগুলো যাতে দ্রুত সরিয়ে নেয়া হয় সেজন্য পদক্ষেপ নিতে সহকারী রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশনা দেন তিনি।

পাঠকের মতামত: