ঢাকা,বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪

ভূমিদস্যুদের কবল থেকে সরকারি কলেজের জমি রক্ষায় শিক্ষার্থীদের বিক্ষোভ

কক্সবাজার অফিস :: কক্সবাজার সরকারি কলেজের জমি জবর দখলের প্রতিবাদে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে শিক্ষক-শিক্ষার্থীরা। মঙ্গলবার (২৫ জুন) সকালে কলেজ গেইট সংলগ্ন প্রধান সড়কে এই বিক্ষোভ কর্মসূচি পালন করেন। এসময় সরকারি কলেজের ভূসম্পত্তি অবৈধ দখলদারদের হাতে চলে যাওয়ার বিষয়টি নিয়ে সচেতন মহলে ব্যাপক ক্ষোভ ও অসস্তেুাষ সৃষ্টি হয়।

প্রায় ঘন্টাব্যাপি বিক্ষোভ কর্মসূচিতে শিক্ষক-শিক্ষাথীরা কলেজের সরকারি ভূসম্পত্তি রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে প্রশাসনের নিকট জোর দাবি জান‍ান। অন্যথায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতিসহ যেকোনো অপ্রীতিকর ঘটনা ঘটার আশংকা প্রকাশ করেছেন তারা।

এসময় শিক্ষাথীরা বলেন, কক্সবাজার সরকারি কলেজ এতদ্্অঞ্চলের সর্ববৃহৎ উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। আমরা এ কলেজে অধ্যয়নরত ছাত্রছাত্রী। আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে, উক্ত কলেজের খতিয়ানভূক্ত ও ভোগদখলীয় নিষ্কণ্টক জমির অংশ বিশেষ ঝিলংজা মুহুরীপাড়ার মৃত রশিদ আহমদের পুত্র জনৈক ছৈয়দুল হক পবিত্র ঈদুল আযহার ছুটিতে কলেজ বন্ধ থাকার সুযোগে ২১ জুন দিনে-দুপুরে কলেজের প্রহরীদের ভয়ভীতি, হুমকি প্রদর্শন করে একজন কর্মচারীকে আহত করে অবৈধভাবে টিনের ঘর নির্মাণ করেছে।

উক্ত ঘটনায় কলেজ কর্তৃপক্ষ কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জকে বিষয়টি অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দখলদারদের উচ্ছেদ করে। তবে সাময়িক নিবৃত করলেও উক্ত ভূমিদস্যুরা দখল কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। ফলে কলেজের সরকারি মূল্যবান স্থাবর সম্পত্তি বেহাত হয়ে যাচ্ছে। এর আগেও উক্ত দখলদার বিভিন্ন সময়ে কলেজের সরকারি ভূসম্পত্তি অবৈধভাবে দখলের অপচেষ্টা চালিয়েছে চক্রটি।

তারা আরও বলেন, এ বিষয়ে কলেজ কর্তৃপক্ষ দুবার সদর মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সাধারণ ডায়েরি করেছিল। একই সাথে কলেজ কর্তৃপক্ষ জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সদর মডেল থানার অফিসার ইনচার্জকে একাধিকবার অধ্যক্ষের নেতৃত্বে কলেজের প্রতিনিধি দল বিষয়টি অবহিত করে। এমতাবস্থায় এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে প্রশাসনের সংশিষ্টদের প্রতি আহবান জানাচ্ছি।

পাঠকের মতামত: