ঢাকা,বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫

ভাসানচর ছেড়ে পালাতে গিয়ে ট্রলারডুবি, ২৬ রোহিঙ্গা নিখোঁজ

নিউজ ডেস্ক :: একদল রোহিঙ্গা নোয়াখালীর ভাসানচর ছেড়ে পালাতে গিয়ে মাছ ধরার ট্রলার সাগরে ডুবে ২৬ রোহিঙ্গা নিখোঁজ হয়েছে। শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে চট্টগ্রামের সন্দ্বীপের সীমানায় বঙ্গোপসাগরে এ ট্রলারডুবির ঘটনা ঘটে।

শনিবার (১৪ আগস্ট) সন্ধ্যা পর্যন্ত এ ঘটনায় ১৪ জন রোহিঙ্গাকে জীবিত উদ্ধার করেছেন সাগরে মাছ ধরতে যাওয়া জেলেরা। এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন ২৬ রোহিঙ্গা। এদের মধ্যে নারী ও শিশুর সংখ্যা বেশি বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করেন কোস্টগার্ড পূর্ব জোনের জনসংযোগ কর্মকর্তা আব্দুর রউফ। তিনি বলেন, শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে চট্টগ্রামের সন্দ্বীপের কাছে বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে ওই ট্রলারডুবির ঘটনা ঘটে।

স্থানীয়ভাবে পাওয়া তথ্য অনুযায়ী ডুবে যাওয়া ট্রলারটিতে নারী-শিশুসহ ৪১ জন রোহিঙ্গা ছিলেন। তাদের মধ্যে শনিবার ভোরে ১৪ জনকে নদীতে মাছ ধরতে যাওয়া জেলেদের সহায়তায় জীবিত উদ্ধার করা হয়েছে। তারা ভাসানচরে ফিরে এসেছেন। এখনো ২৬ জন নিখোঁজ রয়েছেন।

ভাসানচর ক্যাম্পের ইনচার্জ সহকারী কমিশনার সুজিত কুমার চন্দ বলেন, ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ রোহিঙ্গাদের উদ্ধারে নৌবাহিনী ও কোস্টগার্ডের সদস্যরা অভিযান পরিচালনা করছেন। তবে নিখোঁজ রোহিঙ্গাদের নাম-পরিচয় এখন পর্যন্ত পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে কাজ চলছে।

পাঠকের মতামত: