ঢাকা,শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

বড় মহেশখালী ফকিরাঘোনা সড়কের ইট লুট পথচারীদের দুর্ভোগ চরমে

lutpatছরওয়ার কামাল, মহেশখালী ::

বড় মহেশখালী ইউনিয়নের ফকিরাঘোনা এলাকার সিরাজুল হক সড়কের ইট লুটের দায়ে বিভিন্ন দপ্তরে স্মারক প্রদান করেছেন ফকিরাঘোনা এলাকার সর্বস্থরের জনসাধারন। স্মারকে উল্লেখ্য মহেশখালীর জনবহুল সড়ক প্রতিদিন নিয়মিত প্রায় ৫০ হাজার জনগনের যাতায়তের প্রধান সড়কের ইট দিন-দুপুরে প্রকাশ্যে ইউনিয়ন পরিষদ নির্বাচন চলাকালীন সময়ে বড় মহেশখালী ইউনিয়নের বাসিন্দা বাদশা’র লালিত বাহিনী দিয়ে তুলে নেওয়ার প্রায় ১মাস অতিবাহিত হওয়ার পরেও তাদের বিরোদ্ধে প্রশাসনিক ও রাজনৈতিক ভাবে কোন ধরনের বিহীত ব্যবস্থা না নেওয়ার ফলে পশ্চিশ ফকিরাঘোনা এলাকার সর্বস্থরের জনগনের যৌথ স্বাক্ষর সংবলিত স্মারকলিপি ও অভিযোগ কপি মহেশখালী-কুতুবদিয়ার সাংসদ আশেক উল্লাহ রফিক, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব আনোয়ার পাশা চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল কালাম ও উপজেলা প্রকৌশলী কে প্রদান করেছেন। এলাকাবাসিঁর প্রাণেরদাবী, প্রতিদিন ৫০ হাজার যাতায়তকারীদের প্রধান সড়কের উত্তোলনকৃত ইট পুনরায় ফেরৎ, সড়ক মেরামত ও অপরাধকারীর গডফাদার বাদশা ও তার লালিত সন্ত্রাসী  দৃষ্ঠান্ত মুলক শাস্তি দাবী। অন্যতায় অপরাধীদের বিরোদ্ধে মানববন্ধন সহ কঠোর কর্মসূচী দিতে বাধ্য হব।

পাঠকের মতামত: