ঢাকা,শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

বড় জয়ে শুরু করলো রুমানারা

ক্রীড়া ডেস্ক :::

52495_BDবড় জয়ে বিশ্বকাপ বাছাইপর্ব শুরু করলো বাংলাদেশ নারী দল। আজ নিজেদের প্রথম ম্যাচে পাপুয়া নিউগিনিকে ১১৮ রানে হারিয়েছে টাইগ্রেসরা। শ্রীলঙ্কার কলম্বো ক্রিকেট ক্লাব গ্রাউন্ডে টস জিতে আগে ব্যাট গিয়ে বাংলাদেশ সংগ্রহ করে ৬ উইকেটে ২১৫ রান। শারমিন আখতার ও ফারজানা হক করেন ফিফটি। জবাবে বাংলাদেশি বোলারদের তোপে পড়ে ৩২.১ ওভারে মাত্র ৯৭ রানে অলআউট হয় পাপুয়া নিউগিনির মেয়েরা। তাদের আট জনের রান দুই অংকের কোঠা স্পর্শ করেনি। শুরুতে দলীয় ২ রানে ২ উইকেট হারায় তারা। তবে তৃতীয় উইকেটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে তারা। তানিয়া রুমা ও অধিনায়ক পাউকে সিয়াকা যোগ করেন সর্বোচ্চ ৫৭ রান। সিয়াকা ৩২ ও রুমা করেন ২০ রান। এরপর কোনিও ওয়ালা করেন ২৯ রান। শুধু এই তিনজনের রান দুই অংকেট কোঠা স্পর্শ করে। ২ রানে ২ উইকেট হারানোর পর ৪ উইকেটে ৭৭ রান তুলে ফেলে তারা। তখন পর্যন্ত লড়াইয়ে ছিল তারা। কিন্তু এরপর জঠাৎ করে বাংলাদেশি বোলারদের তোপে পড়ে তারা। পাপুয়া নিউগিনি শেষ ৬ উইকেট হারায় মাত্র ২০ রানের মধ্যে। তারা শেষ তনি উইকেট হারায় ৯৭ রানের মাথায় দাঁড়িয়ে। বাংলাদেশের হয়ে জাহানারা আলম, পান্না ঘোষ, সালমা খাতুন ও রুমানা আহমেদ দু’টি করে উইকেট নেন।
এর আগে দলীয় ১ রানের মাথায় প্রথম উইকেট হারায় বাংলাদেশ। এরপর দ্বিতীয় উইকেটে শারমিন আখতার ও সানজিদা ইসলাম ৫১ রান যোগ করেন। সানজিদা ২৮ রানে ফেরার পর শারমিন করেন ৫৬ রান। এরপর ফারজানা হক করেন ৭২ বলে ৫১ রান। আর শেষের দিকে সালমা খাতুন ৩২ ও শায়লা শারমিন ২০ রানে অপরাজিত থাকেন। বাছাইপর্বে কাল বাংলাদেশের প্রতিপক্ষ শক্তিশালী পাকিস্তান।

পাঠকের মতামত: