ঢাকা,রোববার, ২২ ডিসেম্বর ২০২৪

‘বুকে কুমড়া নিয়ে ঘুরি নাকি যে ওড়না পড়তে হবে!’

akhi_1সম্প্রতি জনপ্রিয় উপস্থাপক ও মডেল তারকা বেনজির ইসরাত আঁখি তার ফেসবুক আইডির কভার ফটোতে নিজের একটি ওড়নাবিহীন ছবি আপলোড করেছেন। যা নিয়ে তাকে তুমুল সমালোচনার মুখোমুখি হতে হচ্ছে। কভার ফটো কয়েকজন ভক্ত তাকে ওড়না পড়ে ছবি দিতে বললে তার প্রত্যুত্তরে তিনি বলেন, “আমি কি বুকে কুমড়া নিয়ে ঘুরি নাকি যে সেটা ঢেকে রাখার জন্য আমাকে ওড়না পড়তে হবে।”

কিছু অনলাইন সংবাদমাধ্যমে ঢালাও ভাবে এই কথাটিকে শিরোনাম বানিয়ে নিউজ করা হয়। তারপর ফেসবুক ঘেটে দেখ‍া যায়, কতিপয় অসাধু ব্যক্তি বেনজির ইসরাত আঁখির আইডিটি নকল করে হুবহু একটি ফেক আইডি বানিয়ে সেখানে এসব কমেন্ট বানিয়েছে। এবং পরবর্তীতে এগুলো আঁখির নামে প্রচার কর‍া হয়েছে। এর সাথে কোনোভাবেই আঁখি সংযুক্ত নন।

পাঠকের মতামত: