ঢাকা,মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫

বিষপানে স্কুলছাত্রীর আত্মহত্যা পেকুয়ায়

নিজস্ব সংবাদদাতা চকরিয়া :::

কক্সবাজারের পেকুয়ায় বিষপানে জুবাইদা (১৭) নামে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। সে পেকুয়া উপজেলার বারবাকিয়া ইউনিয়নের ভারুয়াখালী এলাকার আবু সুফিয়ানের কন্যা ও বারবাকিয়া হোসনে আরা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী।

জানা গেছে, গতকাল (সোমবার) সকালে বড় ভাই আবদুল্লাহর সাথে তুচ্ছ বিষয় নিয়ে ঝগড়া হয় ছোট বোন জুবাইদার। এর জের ধরে দুপুর ২টার দিকে ওই স্কুলছাত্রী নিজ বাড়িতে বিষপান করে। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকালে

মারা যায় জোবাইদা। পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মনজুর কাদের মজুমদার স্কুল ছাত্রীর আত্মহত্যার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পাঠকের মতামত: