ঢাকা,বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫

‘বিনা বিচারে আটক রাখা মানবাধিকার লংঘন’

অনলাইন ডেস্ক ::;image_175481_0

বিনা বিচারে কাউকে আটক রাখা মানবাধিকার লংঘন বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি এসকে সিনহা। তিনি বলেন, “বিনা বিচারে কাউকে আটক রাখা মানবাধিকার লংঘন। নির্দোষ একজনকেও জেলে রাখা যাবে না।”

সোমবার সকালে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

কারা কর্তৃপক্ষের উদ্দেশে প্রধান বিচারপতি বলেন, বন্দিদের সঙ্গে ভালো আচরণ করুন। তাদের সংশোধনের সুযোগ দিয়ে সাধারণ জীবনযাবনে উৎসাহিত করুন।

তিনি বলেন, দেশে অপরাধ প্রবণতা বেড়ে গেছে। আমরা যা কিছুই করি না কেন আইনের শাসন আমাদের মানতেই হবে।

এ সময় ঢাকা মহানগর আদালত কেরানীগঞ্জে স্থানান্তর করা প্রয়োজন বলে মন্তব্য করেন এসকে সিনহা।

এ ছাড়া ঢাকা কেন্দ্রীয় কারাগারের ব্যবস্থাপনা, বন্দিদের সুযোগ-সুবিধাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন প্রধান বিচারপতি।

এর আগে সকাল সোয়া ৯টায় তিনি কেরানীগঞ্জ কারাগারের ফটকে পৌঁছান। প্রথমে ফুল দিয়ে তাকে শুভেচ্ছা জানান আইজি প্রিজন ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন।

এর আগে প্রধান বিচারপতির কারাগার পরিদর্শন উপলক্ষে কারাগার বিশেষভাবে পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে। কারাগারের ভেতরে থাকা বন্দিদেরও পরিছন্ন থাকার নির্দেশ দেয়া হয়।

এ সময় তার সঙ্গে ছিলেন, ঢাকা জেলা প্রশাসক সালাউদ্দিন আহমেদ, ঢাকা পুলিশ সুপার শাহ্ মিজান শাফিউর রহমান, ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়ার জেলা সুপার জাহাঙ্গীর কবীর, জেলার নেসার আলম প্রমুখ।

পাঠকের মতামত: