ঢাকা,সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

বিদেশের মাটিতে দর্শক মাতাবেন মিরাক্কেল তারকা আরমান

chakaria-pic-08-12-16প্রেস বিজ্ঞপ্তি ::

আগামী ১১ ডিসেম্বর অনুষ্ঠিতব্য একটি অনুষ্ঠানে অংশগ্রহন করতে দক্ষিণ কোরিয়া যাচ্ছেন মিরাক্কেল তারকা চকরিয়ার সন্তান কমরউদ্দিন আরমান। গতকাল বৃহস্পতিবার রাত ৯.২০ মিনিটে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি দক্ষিণ কোরিয়ার উদ্দেশ্যে রওয়ানা দেন। কমরউদ্দিন আরমান চকরিয়া পৌরসভার মগবাজার এলাকার আশরাফ উদ্দিনের ছেলে।

তিনি আগামি ১২ ডিসেম্বর দক্ষিণ কোরিয়ার সুয়নের ইউএনআই কনভেনশন সেন্টারে ইপিএস বাংলা কমিউনিটি ইন কোরিয়া আয়োজিত ইপিএস এ্যাওয়ার্ড ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিবেন। তাঁর সঙ্গে একই অনুষ্ঠানে দর্শক ও শ্রোতা মাতাবেন চ্যানেল আই এর সেরা কণ্ঠশিল্পি ইমরান মাহমুদুল, লুইপা ও পূজা।

জানতে চাইলে কমরউদ্দিন আরমান বলেন, ‘ভিনদেশে এই সফরটি আমার প্রথমই। দেশে অনেক অনুষ্ঠান করলেও ভিনদেশের অভিজ্ঞতা হবে একদমই নতুন। স্বদেশের ন্যায় বিদেশেও যেন আমি দেশের মান অক্ষুন্ন রাখতে পারি-এজন্য কক্সবাজারসহ সারাদেশের মানুষের কাছে দোয়া চাই।’

পাঠকের মতামত: