ঢাকা,শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪

বিজয় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: ফখরুল

fakhrulঅনলাইন ডেস্ক ::

দেশে গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত বিএনপি আন্দোলন চালিয়ে যাবে মন্তব্য করে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রতিবছর কেন্দ্রীয় শহীদ মিনারে এসে আমরা শ্রদ্ধা নিবেদন করি, যারা ৫২ সালে আমাদের গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য জীবন দিয়েছিলেন। এখন বর্তমান প্রেক্ষাপটে মানুষের সকল অধিকার কেড়ে নেয়া হয়েছে, গণতন্ত্র নিহত হয়েছে। মঙ্গলবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে দলের নেতাকর্মীদের সাথে নিয়ে শ্রদ্ধা অর্পণের পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের কাছে এসব বলেন। তিনি বলেন, আমাদের প্রতিজ্ঞা একুশের চেতনায় যে গণতন্ত্র হারিয়ে গেছে, তা পুনরুদ্ধারে আমরা আমাদের সংগ্রাম চালিয়ে যাবো। বিজয় অর্জন না হওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন অব্যাহত থাকবে। ক্ষমতাসীন দলের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, একুশের চেতনা ছিলো গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার, মুক্তিযুদ্ধের চেতনাও ছিলো গণতন্ত্র। আজকে দেশকে গণতন্ত্রহীন রেখে ক্ষমতাসীনরা শহীদদের রক্তের সঙ্গে বেঈমানি করেছে। সকাল ৮টার দিকে ঢাকা মহানগরীর বিভিন্ন থানার কয়েক হাজার নেতাকর্মী নিয়ে প্রভাত ফেরী করে কেন্দ্রীয় শহীদ মিনারে আসেন মির্জা ফখরুল। এ সময় দলের কেন্দ্রীয় নেতা আমানউল্লাহ আমান, আবদুস সালাম, হাবিবুর রহমান হাবিব, রুহুল কবির রিজভী, খায়রুল কবির খোকন, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, আশরাফউদ্দিন উজ্জ্বল, তাইফুল ইসলাম টিপু, বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান, ঢাকা মহানগরীর কাজী আবুল বাসার, রবিউল আউয়াল সোহেল মিয়া, আতিকুল ইসলাম মতিন, আ ন ম সাইফুল ইসলাম, শেখ আমির হোসেন, ফরিদউদ্দিন, সাঈদ হোসেন সোহেল, রফিকুল ইসলাম স্বপন, সাইদুর রহমান সাঈদ, আলী আকবর আলী, গোলাম সাবের চৌধুরী কিরণ, অঙ্গসংগঠনের অধ্যাপক ড. মামুন আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন। এরআগে দলের সিনিয়র নেতারা আজিমপুরে ভাষা শহীদদের কবর জিয়ারত করে নীলক্ষেত্রের বলাকা সিনেমা হলের সামনে সমবেত হয়ে কেন্দ্রীয় শহীদ মিনার অভিমুখে রওনা হয়।

পাঠকের মতামত: