ঢাকা,মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫

বিএনপি’র সমাবেশে যোগ দিতে নজরুল ইসলাম খান কক্সবাজারে

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :: সোমবার ৩ জানুয়ারি কক্সবাজার শহরের গোলচক্কর মাঠে অনুষ্ঠিতব্য কক্সবাজার জেলা বিএনপি’র সমাবেশে প্রধান অতিথি হিসাবে যোগ দিতে বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান কক্সবাজারে পৌঁছেছেন। রোববার ২ জানুয়ারি সকালে তিনি বিমানযোগে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছালে কক্সবাজার জেলা বিএনপি’র সভাপতি শাহজাহান চৌধুরী, সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আরা স্বপ্না তাঁকে স্বাগত জানান। এসময় অন্যান্যের মধ্যে জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি সরওয়ার রোমন, কক্সবাজার শহর যুবদলের সাবেক সভাপতি মসউদুর রহমান মাসুদ প্রমুখ উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত: