ঢাকা,বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫

বিএনপি’র প্রতিবাদ সমাবেশ রোববার

অনলাইন ডেস্ক :::

বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ‌‘ষড়যন্ত্রমূলকভাবে’ গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে আগামীকাল রোববার সমাবেশেbnpর ঘোষণা দেয়া হয়েছে।

দুপুর ২টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে (রমনা)  ঢাকা মহানগর বিএনপি’র উদ্যোগে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে। প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার দলীয় সূত্র এ তথ্য জানিয়েছে।

প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করবেন বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা মহানগর বিএনপি’র আহ্বাক মির্জা আব্বাস। প্রতিবাদ সমাবেশে বিএনপি এবং অঙ্গ সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।

বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীরা প্রতিবাদ সমাবেশে উপস্থিত থাকার কথা রয়েছে।

পাঠকের মতামত: