ঢাকা,শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫

বিএনপির নিবন্ধন বাতিলের দাবি সংসদে

a1অনলাইন নিউজ ডেস্ক :::

বিএনপি নিবন্ধন বাতিলের দাবি উঠেছে সংসদে। বৃহস্পতিবার সংসদে অনির্ধারিত আলোচনায় ক্ষমতাসীন জোটের শরিক দল তরীকত ফেডারেশনের নেতা সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী এই দাবি করেন। একই সঙ্গে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে গ্রেপ্তারের দাবিও জানান মাইজভান্ডারী। তিনি বলেন, ধর্মের কল বাতাসে নড়ে। এই বিএনপি গত নির্বাচনের আগে মানুষ পুড়িয়ে হত্যা করেছে। নারী-শিশুরা এখনও কাতরাচ্ছে। আমরা বারবার বলেছি, যারা যুদ্ধাপরাধী-সন্ত্রাসীদের প্রশ্রয় দেয়, তারাও সন্ত্রাসী। নিজের এক সময়ের দল বিএনপির নিবন্ধন বাতিলের দাবি তুলে তিনি বলেন, আল্লাহর গজব পড়েছে। বিদেশের মাটিতে এখন বিএনপিকে সনদ ধরিয়ে দিয়েছে। জামায়াত-শিবিরের সন্ত্রাসী কার্যক্রমের জন্য যেমন তাদের নিবন্ধন বাতিল করা হয়েছে। বিএনপিরও নিবন্ধন বাতিল করতে হবে। বিএনপি চেয়ারপারসনকে গ্রেপ্তারের দাবি জানিয়ে মাইজভন্ডারী বলেন, অগ্নিসন্ত্রাসের বিচার করতে হবে। যেসব নেতারা এর সঙ্গে জড়িত তাদের আইনের আওতায় আনতে হবে। খালেদা জিয়াকেও গ্রেপ্তারের জোর দাবি জানাচ্ছি আমি।

পাঠকের মতামত: