ঢাকা,সোমবার, ২০ জানুয়ারী ২০২৫

বাড়ি ভাঙাতে ক্ষুব্ধ মওদুদ

অনলাইন ডেস্ক ::00-1171

বাড়ির নকশায় রাজউকের অনুমোদন না থাকার অভিযোগে উচ্ছেদের ১৭ দিন পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের গুলশানের বাড়িটি ভাঙা শুরু করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। এ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন মওদুদ।

তিনি বলেন, ‘কে বলেছে বাড়ির নকশা নেই? আমার কাছে রাজউকের সই করা নকশা আছে। কথা হচ্ছে, মিথ্যাচারের সীমা থাকা দরকার। ‘

এর আগে আজ সকাল নয়টার দিকে রাজউক গুলশান–২ নম্বরের ১৫৯ বাড়িতে অভিযান শুরু করে। এ ব্যাপারে রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার ওয়ালিউর রহমান জানিয়েছেন, বাড়িটির নকশায় রাজউকের অনুমোদন নেই। তাই এটি ভাঙার কাজ হচ্ছে।

উল্লেখ্য, গত ৭ জুন গুলশান ২ নম্বরের ৭৯ নম্বর সড়কের ১৫৯ নম্বর প্লটের বাসাটি থেকে মওদুদ আহমদকে উচ্ছেদ করে রাজউক।

পাঠকের মতামত: