ঢাকা,সোমবার, ২০ জানুয়ারী ২০২৫

বাড়িটি ভাঙতে আদালতে বাধা-নিষেধ নেই : অ্যাটর্নি জেনারেল

অনলাইন ডেস্ক ::artony

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমেদের দখলমুক্ত হওয়া রাজধানীর গুলশান অ্যাভিনিউয়ের ১৫৯ নম্বর বাড়িটি ভাঙতে আদালতের কোনো বাধা-নিষেধ নেই বলে জানিয়েছেন আ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। তিনি বলেন, ওয়ারিশ থাকলেও তিনিও এখন আর বাড়িটি ফেরত পাবেন না। কারণ, সরকার অনেক আগেই বাড়িটিকে পরিত্যক্ত ঘোষণা করেছে।

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) অধিগ্রহণ করা বাড়িটি ভাঙার অভিযান চলার সময় রবিবার
দুপুরে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা জানান।

এর আগে, রবিবার সকাল ৯টা থেকে রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে রাজউক ও গুলশান থানা পুলিশ ডুপ্লেক্স বাড়িটি ভাঙা হচ্ছে।

এদিকে, বাড়ি ভাঙার অভিযান শুরু হলে নিজের বর্তমান বাসায় সংবাদ সম্মেলনে করে ব্যারিস্টার মওদুদ অভিযোগ করে বলেন, ‘বাড়িটি দখল বা ভেঙে ফেলার আইনি কোনো নোটিশ আদালত দেননি। কোনো দখলদারের বাড়ি ভাঙতে ৩০ দিন আগে আইনি নোটশ দিতে হয়, সে নোটিশও আমাকে দেওয়া হয়নি। সরকার এক প্রকার জোর করে বেআইনিভাবে এবং আদালতের নির্দেশ ছাড়াই বাড়িটি অবৈধভাবে ভাঙচুর করছে’।

মওদুদের এই অভিযোগ সম্পর্কে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘এটি সরকারি সম্পত্তি, সরকার যেভাবে খুশি ব্যবহার করবে। কাউকে নোটিশ দেওয়ার প্রয়োজন নেই’।

পাঠকের মতামত: