বান্দরবান প্রতিনিধি :: ভয়াবহ আগুনে বান্দরবানের থানছি বাজার ভস্মিভুত হয়েছে। এ সময় বাজারস্থ বিজিবির একটি পোস্টসহ প্রায় দেড় শতাধিক দোকান ও বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। আজ সোমবার (২৭ এপ্রিল) ভোর ৫টার দিকে সেহরির পর আগুন লাগে। পরে সকাল সাড়ে ৭ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
জেলা সদর ও থানছির দমকল বাহিনীর চারটি ইউনিট বিজিবি পুলিশ ও স্থানীয়রা মিলে আগুন নিয়ন্ত্রণে আনে। পুলিশ ও স্থানীয়রা জানায়, ভোরে সেহরির পর হঠাৎ বাজারের একটি হোটেলের রান্নাঘর থেকে আগুন লাগে। দ্রুত আগুন ছড়িয়ে পড়লে মূহুর্তে পুরো থানছি বাজার জ্বলে ছাই হয়ে যায়। এতে থানছি বাজারের মুদি দোকান, কম্পিউটারের দোকানসহ প্রায় দেড় শতাধিক দোকান ও বসতবাড়ি পুড়ে ছাই হয়ে যায়। বাজার সংলগ্ন বিজিবির একটি পোস্ট ও ক্যান্টিনও এ সময় আগুনে পুড়ে যায়। পরে পুলিশ, বিজিবি বান্দরবান দমকল বাহিনী ও স্থানীয়রা মিলে আগুন নিয়ন্ত্রণে আনে। অধিকাংশ লোক ঘুমিয়ে থাকায় ব্যবসায়ীরা দোকানের মালামাল বের করতে পারেনি। ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি হয়েছে। তবে প্রাথমিক ভাবে ক্ষয়ক্ষতির হিসাব এখনো জানা যায়নি।
পাঠকের মতামত: