ঢাকা,বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫

বান্দরবান টংকবর্তী ইউনিয়নে বন্য হাতির আক্রমণে মহিলার মৃত্যু

উথোয়াই মারমা, বান্দরবান প্রতিনিধিঃ
বান্দরবানে বন্যাimages(8) হাতির আক্রমণে এক মহিলা নিহত হয়েছে। রোববার গভীর রাতে ঘটনাটি ঘটেছে টংকাবর্তী ইউনিয়নের দক্ষিণ হাঙ্গর এলাকার শফিকুর রহমান পাড়ায়। নিহত মহিলার নাম আয়েশা বেগম (৪০)।

স্থানীয়রা জানান,  গভীর রাতের দিকে বন্য হাতির পাল শফিকুর রহমান পাড়ার নুরুল ইসলামের ঘরে হানা দেয়। এ সময় এলাকার লোকজন বাড়ি ছেড়ে ভয়ে পালাতে গিয়ে নুরুল ইসলামের স্ত্রী আয়েশা বেগমকে বন্য হাতি ধরে ফেলে এবং শুঁড় দিয়ে আছাড় মারে। এতে ওই মহিলা ঘটনাস্থলেই মারা যায়।

এসময় এলাকার বেশ কয়েকটি কাঁচা ঘরবাড়ি বন্য হাতির পাল ভেঙ্গে ফেলে এবং জমির ফসলও নষ্ট করে। এমনকি নিরীহ মানুষের উপর সব সময় আক্রমণ করছে। এলাকাবাসী হাতি আতস্ক থেকে মুক্তি পেতে দ্রুত প্রশাসনের সহায়তা ও কামনা করেছে।

পাঠকের মতামত: