ঢাকা,বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫

বান্দরবান-চট্টগ্রাম সড়ক যোগাযোগ বন্ধ

মো. নাজিম উদ্দিন, দক্ষিন চট্টগ্রাম প্রতিনিধি :
গত শনিবার থেকে শুরু হওয়া টানা ভারি বর্ষণে বন্যার পানিতে বান্দরবান-চট্টগ্রাম সড়ক তলিয়ে গেছে। সোমবার রাত দুইটা থেকে সাতকানিয়া
উপজেলার বাজালিয়া বড়দুয়ারা মাহালিয়া রাস্তার মাথা এলাকায় সড়ক ডুবে যাওয়ায় বান্দরবান-চট্টগ্রাম সড়কে যোগাযোগ বন্ধ হয়ে গেছে। পানিতে তলিয়ে যাওয়া স্থানে সড়কের দু’পাশে আটকে যাওয়া গাড়ির যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছে। ওই সময় রাত বেশি হওয়ায় সড়কটির ডুবে যাওয়া স্থানে মানুষ পারাপারে বিকল্প কোনো ব্যবস্থা না থাকায় লোকজন সীমাহীন দুর্ভোগে পড়েছেন।
বড়দুয়ারার বাসিন্দা মো. জামাল উদ্দিন জানান, মাহালিয়া রাস্তার মাথা এলাকায় বন্যার পানি বেড়ে সড়ক তলিয়ে গেছে। অন্তত আড়াই ফুট পানিতে সড়ক ডুবে গেছে। এতে সড়কের উভয় পাশে অনেক গাড়ি আটকে গেছে। সোমবার দিবাগত রাত দুইটা থেকে যানবাহন চলাচল
বন্ধ হয়ে যাওয়ায় বান্দরবানের সাথে সারাদেশের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে। এতে যাত্রীরা চরম বিপাকে পড়েছেন। দিনের বেলা হলে ভ্যান দিয়ে লোকজন পার হতে পারতো। সকাল হলে স্থানীয় কিছু ব্যক্তি ভ্যান গাড়ি দিয়ে যাত্রী পারাপার করবে। এতে দুর্ভোগ কিছুটা কমবে।
উল্লেখ্য প্রতিবছর কয়েকদিন টানা বৃষ্টি হলে মাহালিয়া এলাকায় সড়কটি পানিতে তলিয়ে যায়। ফলে সড়ক দিয়ে চলাচলরত যাত্রীরা সীমাহীন দুর্ভোগে পড়েন।

ছবির ক্যাপশান: বান্দরবান-চট্টগ্রাম সড়কের বাজালিয়ার মাহালিয়া রাস্তার মাথা এলাকায় তলিয়ে যাওয়া স্থানে ভ্যান গাড়ি দিয়ে লোকজন পারাপার হচ্ছে। ছবিটি গত বছরের তোলা।

পাঠকের মতামত: