ঢাকা,বুধবার, ২০ নভেম্বর ২০২৪

বান্দরবানে ৭ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন

বান্দরবান প্রতিনিধি :: বান্দরবানের আলীকদম উপজেলায় পানি সংকট নিরসন সহ ৭টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে।
আজ শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি আনুষ্ঠানিকভাবে উন্নয়ন কাজগুলোর ফলক উন্মোচন করেন।
এ সময় অন্যান্যদের মধ্যে বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক মাহাবুবুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার আসাদ্দুজ্জামান, এলজিইডি নির্বাহি প্রকৌশলী জিল্লুর রহমান, জনস্বাস্থ্য বিভাগের নির্বাহী প্রকৌশলী সহোরাব হোসেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী ইয়াছির আরাফাত, আলীকদম উপজেলা নির্বাহী অফিসার সাঈদ ইকবাল, আলীকদম উপজেলা ভাইস চেয়ারম্যান শিরিন আকতার’সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উন্নয়ন প্রকল্পগুলো হচ্ছে জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের অর্থায়নে ৯ কোটি ৪৭ লক্ষ টাকা ব্যয়ে পানি সংকট নিরসনে সরবরাহ প্রকল্প, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)র অর্থায়নে নয়াপাড়া রোয়াম্ভু খালের উপর পিসি গার্ডার ব্রিজসহ এক কোটি ৭৮ লক্ষ টাকা ব্যয়ে চারটি উন্নয়ন প্রকল্প, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে ৯০ লক্ষ টাকা ব্যয়ে দু’টি প্রকল্প।
এদিকে ফলক উন্মোচনের পর মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং উপজেলা পরিষদ মিলনায়তনে স্থানীয়দের সঙ্গে এক মতবিনিময় সভায় যোগ দেন।
অনুষ্ঠানে মস্ত্রী বলেন, “পার্বত্যবাসীর পানি সংকট নিরসনে তিন পার্বত্য জেলায় মহা উন্নয়ন পরিকল্পনা নেয়া হয়েছে। আলীকদমের প্রকল্পটি বাস্তবায়িত হলে উপজেলার অর্ধলক্ষাধিক মানুষের পানির সংকট মিটে যাবে। সড়ক যোগাযোগ সহ অবকাঠামোগত উন্নয়নে ইতিমধ্যে বদলে গেছে পাহাড়ের চিত্র। অবহেলিত পার্বত্য জনপদের মানুষের শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ সবক্ষেত্রে এগিয়ে যাচ্ছে।”

পাঠকের মতামত: