ঢাকা,মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

বান্দরবানে ব্যবসায়ী খোকন হত্যার প্রতিবাদে মানববন্ধন

বান্দরবান প্রতিনিধি ::::
বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নের কেয়াজো পাড়ায় ব্যবসায়ী খোকন নাথকে শুক্রবার রাতে (৩০) হত্যার প্রতিবাদে এবং বিচার দাবিতে শনিবার সকালে প্রেসক্লাব সত্বরে সনাতনী ধর্মের সংগঠন এবং সাধারণ নাগরিকদের যৌথ উদ্যোগে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে ব্যবসায়ী খোকন নাথসহ জেলার নানা স্থানে সাম্প্রতিক সময়ে হত্যার শিকার বৌদ্ধ ভিক্ষু, গরু ব্যবসায়ী এবং আওয়ামীলীগ নেতার হত্যাকারী সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়। সেই সঙ্গে জেলার সাধারণ নাগরিকদের জানমালের নিরাপত্তা নিশ্চিতকরণে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ, নিরাপত্তা বাহিনী এবং প্রশাসনের তৎপরতা বৃদ্ধির আহ্বান জানিয়েছেন বিভিন্ন পেশা-শ্রেণীর নেতৃবৃন্দ।

মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন জেলা সনাতন ধর্মের সাংগঠনিক নেতা কাজল কান্তি দাশ, লক্ষীপদ দাস এবং জেলা আওয়ামীলীগ নেতা একেএম জাহাঙ্গীর।

 

পাঠকের মতামত: