বান্দরবান প্রতিনিধি :
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে বান্দরবানে গনস্বাক্ষর কর্মসূচী পালন করেছে বিএনপি। এসময় মেম্বার পাড়া থেকে সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ সরোয়ার’জামানকে আটক করেছে পুলিশ। শনিবার দুপরে এ ঘটনা ঘটে। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বান্দরবানে জেলা বিএনপির সভাপতি মাম্যাচিং এবং সাবেক সভাপতি সাচিংপ্রু জেরীর নেতৃত্বে বিএনপির দুগ্রুপের নেতাকর্মীরা আলাদা ভাবে গনস্বাক্ষর কর্মসূচীতে অংশ নেয়।
কর্মসূচীতে অন্যদের মধ্যে অংশ নেয় জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদ রেজা, সদর উপজেলা চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ, স্বেচ্ছাসেবকদলের কেন্দ্রীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নাছির চৌধুরী, বিএনপি নেতা মুজিবুর রশীদ, জেলা যুবদলের আহবায়ক আবু বক্কর, জেলা ছাত্রদলের সভাপতি সাবিকুর রহমান জুয়েল, সাধারণ সম্পাদক দোলতুল কবীর খান’সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এদিকে গনস্বাক্ষর কর্মসূচী চলাকালে মেম্বারপাড়া বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ সরোয়ার’কে আটক করেছে পুলিশ।
বিএনপি নেতাকে আটকের খবরে গ্রেফতার আতঙ্কে গনস্বাক্ষর কর্মসূচীতে অংশ নেয়া বিএনপি নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়। জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদ রেজা বলেন, বিএনপির শান্তি কর্মসূচীতে পুলিশ বাঁধা দিচ্ছে। কোনো কারণ ছাড়াই বিএনপি নেতা মো: সরোয়ার’জামানকে আটক করেছে পুলিশ। বান্দরবানে এ নিয়ে গত এক সাপ্তাহে পুলিশ বান্দরবান থেকে বিএনপির ২৬ নেতাকর্মীকে আটক করেছে।
পাঠকের মতামত: