ঢাকা,বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫

বান্দরবানে বজ্রপাতে নিহত ২

মোহাম্মদ রফিকুল ইসলাম, বান্দরবান প্রতিনিধিঃ
বান্দরবানের সদর উপজেলার রাজবিলা ইউনিয়নে বজ্রপাতে একই পরিবারের ২ বোন নিহত হয়েছে। শুক্রবার (১৮ মে) সন্ধ্যা ৬টার দিকে রাজবিলা ইউনিয়নের তংচংগ্যা পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কমলা দেবী তংচংগ্যা (২৫) ও তার ছোট বোন সুজলা তংচংগ্যা (১৬)। এদের মধ্যে কমলা দেবী ৬ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন বলে জানা গেছে।

রাজবিলা পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত ইনচার্জ শাহাদাত হোসেন জানান, সন্ধ্যায় বৃষ্টির সময় সুজলা তংচংগ্যা বৃষ্টির পানি দিয়ে গোসল করছিল। এ সময় ঘরের দরজায় দাঁড়িয়ে ছিলেন কমলা তংচংগ্যা। এসময় বজ্রপাত হলে তারা দু’জনেই মারা যায়। তিনি আরো বলেন, ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

এদিকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিহত দুই বোনের লাশ উদ্ধার করে বান্দরবান সদরে আনা হয়নি। প্রসঙ্গত, বান্দরবান পার্বত্য জেলায় চলতি মাসে বজ্রপাতে তিনজন নিহতের ঘটনা ঘটে।

পাঠকের মতামত: