ঢাকা,শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪

বান্দরবানে দুই পৌর কাউন্সিলরসহ আরও ৩৮ জন করোনা শনাক্ত

বান্দরবান প্রতিনিধি ::  বান্দরবানে গত ২৪ ঘন্টায় দু’জন পৌর কাউন্সিলর, আওয়ামী লীগ নেতাসহ ৩৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার (২৩ জুন) কক্সবাজার ল্যাব ১৬৫ জনের নমুনা পরীক্ষায় তাদের রিপোর্ট করোনা পজেটিভ আসে। একদিনে এটিই বান্দরবানে সর্বোচ্চ আক্রান্ত। বান্দরবানে এ নিয়ে মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাড়াল ২৪০ জনে। জেলা সিভিল সার্জন ডা. অংসুই প্রু মারমা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নতুন আক্রান্তদের মধ্যে বান্দরবান পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতিসহ ২৬ জন করোনা শনাক্ত হয়েছেন। লামা উপজেলা নতুন আক্রান্তদের মধ্যে লামা পৌরসভার ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলরসহ ১০ জন করোনা পজেটিভ। এছাড়া রোয়াংছড়ি উপজেলায় একজন সরকারি কর্মচারীসহ দু’জনের করোনা পজেটিভ এসেছে।

সিভিল সার্জন জানান, আক্রান্তদের অনেকে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। বাকিদের আইসোলেশনে নেয়ার ব্যবস্থা করা হচ্ছে। অসচেতনতার কারণে সংক্রমণের হার দিন দিন বাড়ছে। মানুষ সামাজিক দূরুত্ব মেনেই চলছে না। সরকারের বিধিবিধান ও স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। তা নাহলে করোনার সংক্রমণ বাড়তেই থাকবে বলেও জানান তিনি।

পাঠকের মতামত: