ঢাকা,শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪

বান্দরবানে চায়ের সবুজ পাতা প্রক্রিয়াজাতকরণে চুক্তি স্বাক্ষরিত

বাংলাদেশ চা বোর্ড বান্দরবান কার্যালয়ে বান্দরবান চা চাষী কল্যাণ সমবায় সমিতির সাধারণ সম্পাদক মং ক্য চিং চৌধুরী এবং ওয়াগ্গাছড়া টি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আমিনুর রশীদ কাদেরীর সাথে বান্দরবানে চয়ন করা চায়ের সবুজ পাতা প্রক্রিয়াজাতকরণের চুক্তি সম্পাদিত হয়। এই চুক্তিমূলে বান্দরবানে উৎপাদিত চায়ের সবুজ পাতা সংগ্রহ করে ওয়াগগাছড়া টি লিমিটেড কাপ্তাই কারখানায় প্রেরণ করবেন। ওয়াগগাছড়া টি লিমিটেড বান্দরবানের সবুজ পাতা প্রক্রিয়াজাত ও গ্রেডিং করে নিলাম বাজারের উদ্দেশ্যে মেসার্স ইউনিটি ব্রোকার্স লিমিটেডের ওয়ার হাউজে প্রেরণ করবেন।
আমিনুর রশীদ কাদেরী বলেন, কুঁড়ি ও পাতা প্রক্রিয়াজাত করে বান্দরবানে উৎপাদিত হবে দার্জিলিং সৌরভের চা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চা বোর্ড বান্দরবানে সম্প্রসারণ কর্মকর্তা আমীর হোসেন, ওয়াগগাছড়া টি লিমিটেডের পরিচালক ফয়সল আমিন কাদেরী, আগুনিয়া চা বাগান পরিচালক মীর মাহমুদুল হক ও বান্দরবান চা চাষী কল্যাণ সমিতির সদস্যবৃন্দ।-বিজ্ঞপ্তি

পাঠকের মতামত: