ঢাকা,বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

বান্দরবানে এলজিইডি নির্বাহী প্রকৌশলীর অপসারণ দাবিতে সংবাদ সম্মেলন

বান্দরবান প্রতিনিধি ::

এলজিইডির নির্বাহী প্রকৌশলীর অপকর্ম ও ঠিকাদারের উপর হামলার ঘটনায় সংবাদ সম্মেলন করেছে বান্দরবান ঠিকাদার কল্যান সমিতি।

বৃহস্পতিবার দুপুরে বান্দরবান প্রেসক্লাব মিলনাতয়নে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়, গত মঙ্গলবার দুপুরে এলজিইডির ঠিকাদার রফিক আহমদ বান্দরবান নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে লাইসেন্স প্রাপ্তির বই নিতে গেলে নির্বাহী প্রকৌশলী মোহন চাকমা অর্তকিত অবস্থায় রুমে প্রবেশ করে তাঁকে চড়-থাপ্পড় দিয়ে লাঞ্চিত করেন। এক পর্যায়ে তিনি গলা ধাক্কা দিয়ে ঠিকাদার রফিক আহমদকে অফিস থেকে বের করে দেন।

সংবাদ সম্মেলনের মাধ্যমে ‘ঠিকাদারের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি’। ইতিপূর্বে সরকারী পদ পদবী অপব্যবহার করে উন্নয়ন বিদ্বেষী নির্বাহী প্রকৌশলী অসংখ্য ব্যাক্তির সাথে দুর্ব্যবহার, ভোগান্তি করে আসছেন।

ঘটনার সুবিচার না হওয়া পর্যন্ত বান্দরবানে অন্তত দুশ’ কোটি টাকার উন্নয়ন কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়া হয় বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

পাঠকের মতামত: