এম জিয়াবুল হক, চকরিয়া
বান্দরবানের লামা আলীকদম ও নাইক্ষ্যংছড়ি উপজেলার সাতটি টোল পয়েন্টের ইজারা সংক্রান্ত অনিয়মের অভিযোগে হাইকোর্টে আবদুল হামিদ নামের চকরিয়ার এক ব্যবসায়ী বাদি হয়ে করা রিট পিটিশন মামলার প্রেক্ষিতে আগামী ২৫ সেপ্টেম্বরের মধ্যে উল্লেখিত সাতটি টোল পয়েন্ট ইজারা নিষ্পত্তি করতে নির্দেশনা দিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের আইন শাখা।
গত ১৯ সেপ্টেম্বর তারিখে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের আইন শাখার উপসচিব মো.আলাউদ্দিন চৌধুরী স্বাক্ষরিত আদেশে এ নির্দেশনা দেওয়া হয়।
আদেশে বলা হয়েছে, টোলপ্লাজা ইজারা সংক্রান্ত মহামান্য হাইকোর্ট বিভাগের রিট পিটিশন (৮২৭৯/২৩) মামলায় গত ১৪ আগস্ট তারিখে শুনানি পরবর্তী আদেশের প্রেক্ষিতে সরকারি রাজস্ব আদায়ের লক্ষ্যে বান্দরবান জেলা পরিষদের আওতাধীন লামা আলীকদম নাইক্ষ্যংছড়ি উপজেলার সাতটি টোল পয়েন্টে প্রকাশ্যে দরপত্রের মাধ্যমে ইজারা প্রদানের বিষয়টি যথাযথভাবে নিষ্পত্তি করে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও রিট পিটিশনকারী বাদি আবদুল হামিদকে অবহিত করার জন্য নির্দেশনা দেওয়া হলো।
উপসচিব মো আলাউদ্দিন চৌধুরী স্বাক্ষরিত আদেশে বিষয়টি নিশ্চিত করতে পার্বত্য বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তাকে বিশেষ নির্দেশনা দিয়ে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের টোলপ্লাজা ইজারা প্রদান সংক্রান্ত নীতিমালা মন্ত্রণালয়ে প্রেরণের জন্যও বলা হয়েছে।
পাঠকের মতামত: