ঢাকা,বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫

বান্দরবানের রুমায় সশস্ত্র সংগঠন কেএনএফ সদস্যের মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক :: বান্দরবানের রুমায় পাহাড়ি সশস্ত্র সন্ত্রাসী সংগঠন কুকিচিন ন্যাশনাল ফ্রন্টের এক সদস্যের (কেএনএফ) মরদেহ উদ্ধার করেছে পু‌লিশ।

রবিবার (২৯ জানুয়ারি) আইনশৃঙ্খলা বাহিনীর সাথে কেএনএফ সদস্যদের গোলাগোলি হয়। এসময় তাদের অবস্থান লক্ষ্য করে অভিযান পরিচালনার সময় আরথাহ পাড়া ও বাচলং পাড়ার মাঝামা‌ঝি একটি স্থা‌ন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

এদিকে সন্ত্রাসী গোষ্ঠী কেএনএফ সদস্যরা রুমা উপজেলার সীমান্তবর্তী দুর্গম বিভিন্ন পাহাড়ে আশ্রয় নেয়ায় সেখানে যৌথ বাহিনীর অভিযান চলমান রয়েছে। নিত্য ঘটছে গোলাগুলির ঘটনা। এতে ভীত হয়ে দলে দলে এলাকা ছাড়ছে স্থানীয়রা। শনিবার রাতেও মুয়ালপি পাড়া থেকে শিশু ও নারীসহ ৪০ জন বাসিন্দা গ্রাম ছেড়ে রুমা সদরে এসে আশ্রয় নিয়েছেন। তাদের জনপ্রতিনিধি ও প্রশাসনের সহায়তায় খাবার সরবরাহ করা হচ্ছে বলে জানা গেছে।

রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘পাহাড়ি সন্ত্রাসী গ্রুপ কেএনএফের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর গোলাগুলির ঘটনা ঘটছে। সেখানে অভিযান চালিয়ে একটি লাশ উদ্ধার করা হয়েছে।’

পাঠকের মতামত: