ঢাকা,মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

বাইশারীতে মার্মা উপজাতীকে কুপিয়ে হত্যা

khun1কক্সবাজার প্রতিনিধি ::::

পার্বত্যজেলা বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে এক উপজাতীয় ব্যাক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে দশটার দিকে বাইশারী ইউনিয়ন পরিষদ সংলগ্ন প্রধান সড়কের উপর এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত মংশৈহ্লা মার্মা (৫৬) বাইশারী ইউনিয়নের ধাবনখালী মার্মা পাড়া এলাকার বাসিন্দা মৃত আগ্য প্রু মার্মার ছেলে এবং ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি।

মংশৈহ্লা মার্মা রাত সাড়ে ৯টার দিকে বাইশারী বাজার থেকে নিজ বাড়িতে ফেরার পথে লম্বাবিল সড়কে পরিত্যক্ত ভেটেনারী দপ্তরের সামনে পৌছলে দুর্বৃত্তরা তাঁকে কুপিয়ে পালিয়ে যায়। তারাবিহ নামাজ শেষে পথচারীরা মংশৈহ্লা মার্মার লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

শেষ খবর পাওয়া পর্যন্ত বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আনিসুর রহমান নিহতের লাশ উদ্ধার করার জন্য ঘটনাস্থলে পৌঁছেছে।

হত্যাকাণ্ডের বিষয়টি স্বীকার করে নাইক্ষ্যংছড়ি থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: আবুল খায়ের জানান- উপজেলা সদর থেকে ঘটনাস্থল দুরবর্তী হওয়ায় ঘটনার বিস্তারিত জানানো সম্ভব হচ্ছেনা।

উল্লেখ্য, গত ১৩ মে বাইশারী ইউনিয়নের উপর চাকপাড়া এলাকায় বৌদ্ধ ভান্তে হত্যার ঘটনার মতো মংশৈহ্লা মার্মার হত্যার ধরন একই। দুর্বৃত্ত তাঁকে ঘাড়ে কুপিয়ে হত্যা করেছে বলে জানিয়েছেন স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলম।

 

পাঠকের মতামত: