ঢাকা,শনিবার, ১৬ নভেম্বর ২০২৪

বাংলাদেশের পাশে থাকবে ভারত : ভারতীয় হাই কমিশনার

india-bangladesh-550x308-350x196অনলাইন ডেস্ক ::

বাংলাদেশ এবং ভারতের দ্বি-পাক্ষীক সম্পর্ক উচ্চ পর্যায়ে পৌছবে এবং দুই দেশই বিভিন্ন খাতে দৃঢ় পারস্পরিক যোগাযোগ অব্যাহত রেখেছে। বাংলাদেশ নিযুক্ত ভারতীয় হাই-কমিশনার হর্ষবর্ধন শ্রিংহা এই মন্তব্য করেন।

ভারতের ত্রিপুরাতে তিন দিনের সফরে তিনি আরো বলেন, ‘সম্প্রতি বাংলাদেশ-ভারত সম্পর্ক আরো উচ্চ পর্যায়ে পৌছেছে এবং ত্রিপুরার সাথে প্রতিবেশী দেশগুলোর সম্পর্ক খুবই আন্তরিক। এই সময় তিনি সন্ত্রাসবাদ দমনে বাংলাদেশের পদক্ষেপের প্রশংসা করে বলেন, ভারত অবশ্যই বাংলাদেশকে সব রকমের সহায়তা করবে এবং সীমান্ত সন্ত্রাসবাদ দমনে কাজ করে যাবে।

মি.শ্রিংহা বলেন, আসাম-আগরতলা’র রাস্তা খারাপ হওয়ার কারণে ঢাকা মেঘনা নদীর আশুগঞ্জ পোর্ট ব্যবহারের অনুমতি দিয়েছে। আসাম থেকে আগরতলা পর্যন্ত এই রোডে পেট্রোল-ডিজেল আনা হত। তিনি জানান, বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বিপাক্ষীক সম্পর্ক উন্নীতকরণ করতে অনেক আগ্রহী। সূত্র: পিটিআই

 

পাঠকের মতামত: