ঢাকা,বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

বাঁশখালী গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে অলষ্টার ক্লাব খুটাখালী চ্যাম্পিয়ন

jjjjjসেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার :::

চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার গন্ডামারা ইউনিয়ন ক্রীড়া সংস্থার আয়োজিত গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে চকরিয়া উপজেলার অলষ্টার ক্লাব খুটাখালী চ্যাম্পিয়নের গৌরব অর্জন করেছে। বুধবার (১০ ফেব্রুয়ারী) ইউনিয়নের পূর্ব বড়ঘোনা স্কুল মাঠে অনুষ্ঠিতব্য ফাইন্যাল খেলায় ৪-১ গোলে অলষ্টার ক্লাব চ্যাম্পিয়ন ট্রপি তাদের ঘরে তুলে নেয়। তাদের সাথে তীব্র প্রতিদ্বন্দীতা করেন উপজেলার আনোয়ারা খেলোয়ার্ড সমিতি। টুর্ণামেন্টে বাশখালী উপজেলা চেয়ারম্যান জহিরুল ইসলাম, গন্ডামারা ইউপি চেয়ারম্যান আরিফুল ইসলাম, ১ভরি উজনের গোল্ড কাপটি অলষ্টার ক্লাব খুটাখালীর অধিনায়ক রফিক, সহ অধিনায়ক মোস্তফা ও টিম ম্যানেজার আমিনুল ইসলামের হাতে তুলে দেন। এসময় উপজেলার বিপুল সংখ্যাক ফুটবল প্রেমী দর্শক ও অলষ্টার ক্লাবের প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট মো: শাহাজাহান আনছারী উপস্থিত ছিলেন। খেলায় উভয় দলের নৈপূর্ণতা উপভোগ করে দর্শকরা ব্যাপক হাততালী দিয়ে উৎসাহ যোগান। টুর্ণামেন্টে অলষ্টার ক্লাব খুটাখালীর পক্ষে ছৈয়দ করিম, সালাহ উদ্দিন, আরিফ, সোহেল, সাকের পলাশ, হুমায়ুন, আরিফ, আনু, আলাউদ্দিন, ইউনুছ, অলি আহমদ ও রাজন অংশ গ্রহণ করেন। টিমের কোর্চের দায়িত্ব পালন করেন জাহাঙ্গীর। এতে সেরা খেলোয়ার্ড নির্বাচিত হন পলাশ, তার পর পর দুই গোলে অলষ্টার ক্লাব জয় লাভ করেন এবং আনু ও আরিফ দুটি গোল দিয়ে জয় নিশ্চিত করেন।

পাঠকের মতামত: