বাঁশখালী: চট্টগ্রামের বাঁশখালীতে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের বিরুদ্ধে আন্দোলনকারীদের ওপর গুলির ঘটনায় হতাহতের প্রতিবাদে বুধবার বাঁশখালীতে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে ছাত্রঐক্য ফোরাম। মঙ্গলবার চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশ থেকে হরতালের ডাক দেন ফোরামের আহ্বায়ক শাহনেওয়াজ চৌধুরী।
এ মানববন্ধনে তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), বাঁশখালী ছাত্রঐক্য ফোরাম, বাঁশখালী স্বপ্নতরী সংঘ, গণসংহতি সমিতি চট্টগ্রামসহ বেশ কিছু সংগঠনের নেতা-কর্মীরা ব্যানার, ফেস্টুনসহ অংশ নেন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন কমিউনিস্ট পার্টির নেতা শাহ আলম, মৃণাল চৌধুরী, গণমুক্তি ইউনিয়নের নাসির উদ্দিন আহমদ, বাসদের মহিনউদ্দিন, রাজা মিয়া, মাওলানা ভাসানী ফাউন্ডেশনের সিদ্দিকুল ইসলাম, গণসংহতি আন্দোলনের সমন্বয়কারী হাসান মারুফ রুমি, চৌধুরী জসিম উদ্দিনসহ অনেকে।
সোমবার বিকেল ৪টার দিকে বাঁশখালী উপজেলার গণ্ডামারা পশ্চিম বড়ঘোনা এলাকার হাজীপাড়া স্কুলমাঠে বিদ্যুৎকেন্দ্রের পক্ষ ও বিপক্ষের সমর্থকরা পাল্টাপাল্টি সমাবেশ ডাকায় প্রশাসন ১৪৪ ধারা জারি করে। ১৪৪ ধারা ভঙ্গ করায় সংঘর্ষের সূত্রপাত ঘটে। এলাকাবাসীর অভিযোগ, পুলিশ তাদের ওপর গুলি চালিয়েছে। গুলিবিদ্ধ হয়েই ৬ জন মারা গেছেন।
অন্যদিকে পুলিশ বলছে, এলাকাবাসীর মিছিল থেকে দুর্বৃত্তরা গুলি ছুড়েছে। আত্মরক্ষার্থে তাদেরও পাল্টা গুলি চালাতে হয়।
পাঠকের মতামত: