ঢাকা,বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪

বঙ্গোপসাগরে ট্রলারসহ মহেশখালীর ১৬ জেলে ১১ দিন ধরে নিখোঁজ

ৃৃৃএম রমজান আলী মহেশখালীঃ ২২ আগষ্ট :::

বঙ্গোপসাগরে ট্রলার সহ মহেশখালীর ১৬ জেলে ১১ দিন ধরে নিখোঁজ । নিখোঁজ পরিবারের আহাজারী আকাশ বাতাস প্রকম্পিত । কুতুবজুম ইউনিয়নের খোন্দকার পাড়া গ্রামের হাজ্বী ফজল করিমের পুত্র সাবেক মেম্বার নুরুল কবির এর মালিকাধিন এফবি আবছার -৪ নামক ফিশিং ট্রলার ৩৭ অশ্বশক্তি সম্পন্ন।ফিশিং ট্রলারটি গত ১২ আগষ্ট ১৬ জন মাঝিমাল্লা ৩৩ ফিস ভাসা জাল, বরফ ও অন্যান্য আনুসাঙ্গিক মালামাল সহ মাছ ধরার উদ্দেশ্যে সাগরে যায়। হঠাৎ সাগরে বৈরী আবহাওয়া পড়ে ১৬ জন মাঝিমাল্লা সহ এখনো কুলে ফিরে আসেনি। নিখোঁজ জেলে পরিবারে চলছে শোকের মাতম।নিখোঁজ জেলেরা হলেন, আবদু শুক্কুর মাঝি, মোহাম্মদ হাসেম, মো: জোবাইর, সোনামিয়া, শাহাজাহান, মো: আমান উল্লাহ, মো: নধু মিয়া, আলতাজ মিয়া, শাহ আলম, মিজান, শওকত ওসমান, ছৈয়দ করিম, আকতার কামাল, রাসেল, রুবেল, মোকারম। এরা সবাই খোন্দাকার পাড়া, কামিতার পাড়া, মেহেরিয়া পাড়া ও কক্সবাজারের টেকপাড়ার বাসিন্দা । এ ব্যাপারে ট্রলার মালিক নুরুল কবির মেম্বার জানায়, মহেশখালী থানায় নিখোঁজ ডাইরী করা হয়েছে যাহার নং ৭৯৪। নিখোঁজ ট্রলারে ১৬ মাঝি মাল্লার মধ্যে বোট মালিকের আপন ভাই, ও ভগ্নিপতী রয়েছে। এদিকে নিখোঁজ সংবাদে বোট মালিক নুরুল কবিরের পিতা হাজ্বী ফজল করিম হঠাৎ স্ট্রোক করে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

পাঠকের মতামত: