ঢাকা,মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট: পেকুয়ার টইটং সরকারী প্রাথমিক বিদ্যালয় জাতীয় চ্যাম্পিয়ন

pek n troমুহাম্মদ গিয়াস উদ্দিন, পেকুয়া :::

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ প্রাথমিক বিদ্যলয় ফুটবল টুর্নামেন্টের এর ফাইনালে কক্সবাজারের পেকুয়া উপজেলার টইটং সরকারী প্রাথমিক বিদ্যালয় জাতীয় চ্যাম্পিয়নের শিরোপা অর্জন করেছে। আজ দুপুরে রাজধানী ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয়ের টুর্নামেন্টের ফাইনাল খেলে কক্সবাজারের পেকুয়ার টৈটং সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সিলেটের জৈন্তাপুর উপজেলার কামরাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়। এ খেলায় টাইব্রেকারে ৫-৪ গোলে জয় লাভ করে টৈটং সরকারি প্রাথমিক বিদ্যালয়। খেলা শেষে অনুষ্টানের প্রধান অথিতি মানণীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন টইটং সরকারি প্রাথমিক বিদ্যালয় দলকে চ্যাম্পিয়ন ট্রপি ও পুরস্কার প্রদান করেন। এদিকে মুহুর্তের মধ্যেই বিজয়ের খবর কক্সবাজারের পেকুয়া উপজেলায় পৌঁছায় সর্বস্থরের জনসাধরণ রাস্তায় নেমে এসে বাধ্যযন্ত্র নিয়ে আনন্দ মিছিল করে উল্লাস প্রকাশ করেছে। টইটংবাসীর পক্ষ থেকে বিভিন্ন যানবাহন নিয়ে একটি বিশাল আনন্দ মিছিল পেকুয়ার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেছে।

পাঠকের মতামত: