ঢাকা,শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪

বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর প্রতিকৃতির এ কি হাল !

mail.google.comকুতুবদিয়া প্রতিনিধি ::

কুতুবদিয়ায় একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অফিস। এলোপাতাড়িভাবে পড়ে আছে কয়েকটি চেয়ার।অফিস কক্ষে প্রধান শিক্ষকের চেয়ারের ঠিক উপরে দেয়ালের সাথে লাগানো দু’টি ছবি। একটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অন্যটি বর্তমানসরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার। দেখে মনে হলো দীর্ঘ দিন ধরে ছবি দু’টির উপর কারো নজর পড়েনি। এ জন্যই হয়তো অযতেœ অবহেলায় দেয়ালের সাথে আটকে রয়েছে কোনমতে। অফিসের মেঝে ও বিদ্যালয়ের নিচতলায় ময়লা আবর্জনায় ঠেসা।দেখে যেন মনে হলো গোয়াল ঘরও এর চেয়ে অনেক পরিপাটি থাকে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিনানুমতিতে অনুপস্থিত। গতকাল ৬ এপ্রিল পশ্চিম লেমশীখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করে এসে প্রতিবেদককে এসব কথা বলেন কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালেহীন তানভীর গাজী।এ বিষয়ে উপজেলার ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা আবু নুমান মোহাম্মদ আবদুল্লাহ বলেন, শিক্ষা অফিসে জনবল সংকটের কারনে নিয়মিত স্কুল পরিদর্শনে যাওয়া হয়না বলে বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষকরা দায়িত্বে অবহেলা করছেন। তবে অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়ার কথা বলেন তিনি। এদিন ৬ এপ্রিল এস্কুলটি ছাড়াও সেন্ট্রাল লেমশীখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ডিঙ্গাভাঙ্গা সরকারি প্রথামিক বিদ্যালয় পরিদর্শন করেন তারা। এসময় ইউএনও’র নেতৃত্বে পরিদর্শন দলে ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আবু নুমান মোহাম্মদ আবদুল্লাহ,সমাজ সেবা কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন ও উপজেলা প্রকৌশলী মুহাম্মদ মহসীন।

পাঠকের মতামত: