বিনোদন ডেস্ক ::
৩০ সেকন্ডের ভিডিও-ই বারবার তাকে বিপাকে ফেলে দিচ্ছে। ফের সুপ্রিম কোর্টে মামলা দায়ের হল মালায়লম সিনেমা ‘ওরু আদার লাভ’ এর কলাকুশলীদের বিরুদ্ধে। যে ভিডিওর হাত ধরে রাতারাতি তারকা বনে গিয়েছিলেন প্রিয়া প্রকাশ ভারিয়ার, সেই ৩০ সেকন্ডের ভিডিও-ই বারবার তাকে বিপাকে ফেলে দিচ্ছে। জানা গেছে, হায়দরাবাদের দু’টি রাজনৈতিক দল ‘ওরু আদার লাভ’ ছবির বিরুদ্ধে সর্বোচ্চ আদালতে মামলা করেছে। অভিযোগকারীদের দাবি, চোখ টেপা ইসলামে নিষিদ্ধ। আর এই জন্যই মামলা দায়ের করা হয়েছে।
তবে এবারই প্রথম নয়, এর আগেও হায়দরাবাদ ও মহারাষ্ট্রের দুই সংগঠন প্রিয়া প্রকাশ ভারিয়ার সহ ‘ওরু আদার লাভ’ এর সমস্ত কলাকুশলীদের বিরুদ্ধে থানায় মামলা করেছিল। যদিও সেই সব মামলায় প্রিয়া প্রকাশ ভারিয়ার-সহ সবাইকে রেহাই দিয়েছিল দেশের সর্বোচ্চ আদালত। তবে সেই রেশ কাটতে না কাটতেই ফের বিপাকে পড়লেন দক্ষিণ ভারতের উঠতি অভিনেত্রী। এখন এই মামলায় সুপ্রিম কোর্ট কী রায় দেয় সেটাই এখন দেখার।
পাঠকের মতামত: