ঢাকা,সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫

ফেনীতে আবার খালেদা জিয়ার গাড়িবহরে হামলা, দুই বাসে পেট্রল বোমা

ফেনী প্রতিনিধি ::

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহর ঢাকায় ফেরা পথে ফেনীতে ফের হামলার ঘটনা ঘটেছে। এ সময় সড়কের বিপরীত দিকে থাকা দুটি বাসে পেট্রলবোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। বিকাল ৪টা ৪০মিনিটে ফেনী সার্কিট হাউজের কাছে মহিপাল ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে।
আগুনের ঘটনার পর পর রাস্তার দুই পাশে অবস্থান নেয়া বিএনপি নেতাকর্মীরা হামলাকারীদের ধাওয়া দেয়। এসময় ঘটনাস্থলের পাশে পুলিশ সদস্যরাও ছিলেন। হামলা চেষ্টার আগে বিএনপির নেতাকর্মীরা মোটরসাইকেল বেস্টনি দিয়ে খালেদা জিয়ার গাড়িবহর এলাকা পার করে দেয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ক্ল্যাসিক ও শান্ত পরিবহনের দু’টি বাস স্থানীয় নাজির আহমেদের সিএনজি পাম্প থেকে গ্যাস নিয়ে রাস্তায় দাঁড়িয়েছিল। এ সময় অজ্ঞাত ২০/২৫ জন দুর্বৃত্ত গাড়ি লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করে। পেট্রোল বোমা থেকে বাসে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন দেয়ার সময় বাসে কোন লোকজন ছিল না।

পাঠকের মতামত: