জেরিন সোবাহা মিশমা, চকরিয়া :: বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে জাতীয় স্কুল ফুটবল চ্যাম্পিয়নশীপ চট্টগ্রাম বিভাগীয় সেমি ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ মে) দুপুর দেড়টায় নোয়াখালী শহীদ ভুলু স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় কক্সবাজার জেলার চ্যাম্পিয়ন দলের স্কুল প্রতিনিধি চকরিয়া কোরক বিদ্যাপীঠের মুখোমুখি হয় রাঙ্গামাটি জেলা ফুটবলদল।
এসময় কক্সবাজার জেলা ফুটবল দলের সাহসী খেলোয়াড়রা রাঙ্গামাটি জেলা ফুটবল দলকে ৩-০ গোলে হারিয়ে কক্সবাজারের চকরিয়া কোরক বিদ্যাপীঠ টানা জয়ের মাধ্যমে ফাইনালে উঠেছে। খেলায় ম্যান অব ম্যাচ নির্বাচিত হযয়েছে চকরিয়া কোরক বিদ্যাপীঠের দশম শ্রেণির ছাত্র মুহাম্মদ মুবিন। মেধাবী শিক্ষার্থী মুহাম্মদ মুবিন উদ্বোধনী খেলায়ও ম্যান অব ম্যাচ নির্বাচিত হয়েছিল।
আগামীকাল বৃহস্পতিবার (২৬ মে/২০২২) চট্রগ্রাম বিভাগীয় ফাইনাল খেলা অনুষ্টিত হবে। এতে চকরিয়া কোরক বিদ্যাপীঠ ফুটবলদলের সাথে বিভাগীয় চ্যাম্পিয়ন হয়ে জয় চিনিয়ে আনতে লড়াই করতে হবে নোয়াখালী জেলা ফুটবলদলের সাথে। চকরিয়াবাসীর পক্ষ থেকে কক্সবাজার জেলা ফুটবল দল চকরিয়া কোরক বিদ্যাপীঠের সাহসী খেলোয়াড়দের প্রতি অনেক অনেক দোয়া রইল।
পাঠকের মতামত: