ঢাকা,বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

ফলোআপ: চকরিয়ায় ছুরিকাঘাতে যুবক খুনের ঘটনায় ২৯ জনের বিরুদ্ধে মামলা, দুইজন গ্রেফতার

এম.জিয়াবুল হক, চকরিয়া :::কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলীতে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মোরশেদ আলী (৩০) নামের এক যুবক খুনের ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে নিহত মোরশেদের মা বাদী হয়ে ১৭ জনের নাম উল্লেকর্প্বূক ১২জনকে অজ্ঞাত আসামী দেখিয়ে ২৯ জনের বিরুদ্ধে চকরিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ অভিযান চালিয়ে এজাহার নামীয় দুইজনকে আটক করেছে। তাঁরা হলেন, বরইতলী চাঁন্দের বাপের পাড়া এলাকার আহমদুর রহমানের ছেলে শাহাবউদ্দিন (৪৭) ও আনোয়ার হোসেনের ছেলে নেজাম উদ্দিন (২৬)। আটককৃতদের চকরিয়া উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। নিহত মোরশেদ বরইতলী ইউনিয়নের চাঁন্দের বাপের পাড়া এলাকার মোহাম্মদ আলীর ছেলে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার বরইতলী ইউনিয়নের মাহমুদ নগর এলাকায় ঘটেছে এ হত্যার ঘটনা।
মামলার এজাহারে বাদী নিহতের মা মুজিবুন্নেছা এজাহারে দাবী করেন, বৃহস্পতিবার সন্ধ্যায় ২০/৩০ জনের সন্ত্রাসী দা ও কিরিচ নিয়ে তার বাড়ীতে হামলা চালায়। জমির বিরোধ নিয়ে দা বাহিনীর লোকজন তার ছেলে মোরশেদ আলীকে কুপিয়ে হত্যা করেছে। mamla-300x160
তবে স্থানীয়দের দাবী, নিহত মোরশেদ দা-বাহিনীর একজন সদস্য ছিল। বাহিনী প্রধান মুছা কাক্কার সাথে বনভূমির বিরোধ ও টাকা ভাগাভাগির জের ধরে তাকে হত্যা করা হয়েছে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম খান বলেন, বনভূমি দখল-বেদখল নিয়ে এ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছন। হত্যাকান্ডের পরপরই এজাহারনামীয় ২ আসামীকে গ্রেফতার করা হয়েছে। #

পাঠকের মতামত: