নিজস্ব প্রতিবেদক :: চট্টগ্রামের পটিয়ায় ২১ হাজার ২৬৫ ইয়াবাসহ ৩ মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে র্যাব। এ সময় মাদক পরিবহনের দায়ে একটি বাসও জব্দ করা হয়েছে।
আজ সোমবার (২২ মার্চ) দুপুর ১টায় শান্তিরহাট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- গাজীপুরের পূবাইল থানার মো. ফরিদের ছেলে এরশাদুল (৩৬), কক্সবাজারের রামুর ধেচুয়া পালং এলাকার গোলাম হোসেনের ছেলে মো. আলী (৪০) ও রামুর কুনিয়াপালং এলাকার মো. জাফর আলমের ছেলে কামাল উদ্দীন (২৮)।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার মো. নুরুল আবছার জানান, যাত্রীবাহী বাসযোগে কক্সবাজার থেকে ঢাকায় যাচ্ছে ইয়াবার একটি চালান। এমন তথ্যের ভিত্তিতে শান্তিরহাট এলাকায় একটি বাসে তল্লাশি চালানো হয়। এ সময় ড্রাইভিং সিটের পেছনে থাকা ফলের ঝুড়িতে পাওয়া যায় ২১ হাজার ২৬৫ ইয়াবা। পরে ওই বাসে থাকা তিনজনকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, জব্দকৃত এসব ইয়াবার মূল্য আনুমানিক ৬৪ লাখ টাকা। গ্রেপ্তারকৃতদের পটিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
পাঠকের মতামত: