অনলাইন ডেস্ক ::
কবি, লেখক ও কলামিস্ট ফরহাদ মজহারকে অপহরণ করা হয়েছে। সোমবার ভোররাতে তিনি মোহাম্মদপুর লিংক রোডের হক গার্ডেনের নিজ বাসা থেকে বের হন। এর কিছুক্ষণ পর তিনি তার স্ত্রীকে ফোন করে বলেন, ওরা আমাকে নিয়ে যাচ্ছে। ওরা আমাকে মেরে ফেলবে। পরে ওই ফোন থেকে তার স্ত্রীর কাছে ফোন করে অর্থ দাবি করা হয়।
সকাল ১০টার দিকে ফরহাদ মজহারের এক স্বজন আদাবর থানায় বিষয়টি অবহিত করেন। তবে থানায় আনুষ্ঠানিক কোন অভিযোগ দায়ের করা হয়নি। তথ্য পেয়েই পুলিশ কর্মকর্তারা ফরহাদ মজহারের বাসায় যান। আদাবর থানার উিউটি অফিসার এসআই মহসিন জানিয়েছেন, সকাল ১০টার দিকে ফরহাদ মজহারের এক স্বজন থানায় তথ্য দেন। তথ্য পেয়েই থানা পুলিশ তৎপরতার শুরু করেছে।
পাঠকের মতামত: