গভীর প্রেম ছিল রিয়াজ এবং প্রভার মাঝে। প্রেমের অবসান ঘটিয়ে বিয়েও করেন তারা। কিন্তু বিয়ের পরই শুরু হয় দুজনের দ্বন্দ্ব।সারা দিনই একে অপরের সঙ্গে ঝগড়া করেন।
এমনই গল্প নিয়ে পরিচালক সকাল আহমেদ নির্মাণ করছেন নাটক ‘রিমোট কন্ট্রোল কার’।
নাটকের গল্পে একজন উচ্চবিলাসী মানুষের চরিত্রে অভিনয় করেছেন রিয়াজ। তার স্বপ্ন একদিন তিনি বিলাসবহুল গাড়ি কিনবেন।
প্রেমিকা প্রভাকে বিয়ে করে দাম্পত্য জীবনও শুরু করেন রিয়াজ। কিন্তু একটি রিমোট কন্ট্রোল কার নিয়ে তাদের মাঝে দ্বন্দ্ব শুরু হয়।
এক আত্মীয়র বাসায় জন্মদিন উপলক্ষে দাওয়াত খেতে যাবার জন্য উপহার হিসেবে একটি রিমোট কন্ট্রোল কার কিনে আনেন প্রভা। কিন্তু এই খেলনা গাড়ি নিয়েই সব সময় পড়ে থাকেন রিয়াজ। ক্রমেই মানসিক ভারসাম্য হারিয়ে ফেলতে থাকেন তিনি।
নাটকটি রচনা করেছেন শাহ মো. নাঈমুল করিম। ঈদে নাটকটি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচারিত হবে।
পাঠকের মতামত: